Wellcome to National Portal
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বারঘরিয়া জামে মসজিদ
বিস্তারিত

বারঘরিয়া জামে মসজিদ ১৩৭৭ বাংলা সনে প্রতিষ্ঠিত হয়। মদন-উপজেলার  অন্যতম  সুন্দর মসজিদ টি হল বারঘরিয়া জামে মসজিদ।মসজিদ টিতে একটি মিনার ও অজু করার জন্য একটি পুকুর ও একটি আর্সেনিক মুক্ত টিউওয়েল রয়েছে।মসজিদটির সামনের মাঠে প্রায় তিন হাজার মসুল্লি একসাথে ঈদের জামাত করতে পারে। জামাতের মাঠটি পাকা এবং চারদিক গাছপালায় বেষ্ঠিত। গোবিন্দশ্রী বাজার হতে বর্ষা কালে ট্রলার যোগে এবং শুকনো মৌসুমে পায়ে হেটে পাচ থেকে সাত মিনিটে উক্ত মসজিদে যাওয়া যায়।